Saturday, January 24, 2026

অবৈধ জামাতি ইউনুস–আসিফ নজরুলের দায়িত্বহীনতায় ডুবাচ্ছে দেশের ক্রিকেট

সন্ধ্যায় আইসিসির বোর্ড সভায় বাংলাদেশ ইস্যুতে ভোটাভুটিতে দেশকে কার্যত একঘরে করে দেওয়া হয়েছে। ১২টি পূর্ণ সদস্য ও ৪টি সহযোগী দেশের মধ্যে ভোটে বাংলাদেশ পেয়েছে মাত্র ২টি সমর্থন। ফলাফল, ১২–২ ব্যবধানে নির্লজ্জ পরাজয়।

এটা কোনো দুর্ঘটনা নয়, এটা পরিকল্পিত ব্যর্থতার ফল। অবৈধ জামাতি ইউনুস ও তার উপদেষ্টা আসিফ নজরুলের অপরিণামদর্শী রাজনীতি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের বিশ্বাসযোগ্যতাকে ধ্বংস করেছে। ভুল বার্তা, একপেশে কূটনীতি আর দায়িত্ব এড়ানোর সংস্কৃতি দেশের ক্রিকেটকে ঠেলে দিয়েছে কোণঠাসা অবস্থানে।

এক সময় যে বাংলাদেশ ক্রিকেট সম্মান, সহমর্মিতা আর সমর্থন পেত, আজ সেখানে নিঃসঙ্গতা আর অবজ্ঞা। পাকিস্তানিদের পাল্লায় পড়ে দেশের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে কারা, তা এখন দিনের আলোর মতো স্পষ্ট। ইতিহাস ক্ষমা করে না। এই পতনের দায় যাদের, তাদের নাম ইতিহাসেই লেখা থাকবে।

সন্ধ্যায় আইসিসির বোর্ড সভায় বাংলাদেশ ইস্যুতে ভোটাভুটিতে দেশকে কার্যত একঘরে করে দেওয়া হয়েছে। ১২টি পূর্ণ সদস্য ও ৪টি সহযোগী দেশের মধ্যে ভোটে বাংলাদেশ পেয়েছে মাত্র ২টি সমর্থন। ফলাফল, ১২–২ ব্যবধানে নির্লজ্জ পরাজয়।

এটা কোনো দুর্ঘটনা নয়, এটা পরিকল্পিত ব্যর্থতার ফল। অবৈধ জামাতি ইউনুস ও তার উপদেষ্টা আসিফ নজরুলের অপরিণামদর্শী রাজনীতি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের বিশ্বাসযোগ্যতাকে ধ্বংস করেছে। ভুল বার্তা, একপেশে কূটনীতি আর দায়িত্ব এড়ানোর সংস্কৃতি দেশের ক্রিকেটকে ঠেলে দিয়েছে কোণঠাসা অবস্থানে।

এক সময় যে বাংলাদেশ ক্রিকেট সম্মান, সহমর্মিতা আর সমর্থন পেত, আজ সেখানে নিঃসঙ্গতা আর অবজ্ঞা। পাকিস্তানিদের পাল্লায় পড়ে দেশের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে কারা, তা এখন দিনের আলোর মতো স্পষ্ট। ইতিহাস ক্ষমা করে না। এই পতনের দায় যাদের, তাদের নাম ইতিহাসেই লেখা থাকবে।

আরো পড়ুন

সর্বশেষ