খুলনা জেলার দাকোপ উপজেলার চুনকুড়ি নদীতে পাওয়া গেল এক বস্তাবন্দি মরদেহ। পরিচয় মেলে নড়াইল জেলার ৮নং বাজুয়া ইউনিয়নের সনাতনী নাগরিক আশীষ সরকার (৪৫)।অবৈধ ইউনুস সরকারের ছত্রছায়ায় আবারও মাথাচাড়া দিচ্ছে উগ্রবাদীরা!
২০০১ সালের পুনরাবৃত্তি ঘটছে আজ আবারও। তখন বিএনপি-জামাত সরকারের আমলে যেভাবে হিন্দু পরিবারে আগুন, লুণ্ঠন, হত্যা হয়েছিল— আজ একই কায়দায় চলছে অবৈধ জামাতি ইউনুস সরকারের নীরব সহায়তায়।
এটাই কি সেই বাংলাদেশ, যার স্বপ্ন দেখেছিলেন মুক্তিযোদ্ধারা? বস্তায় বাঁধা মরদেহ, নদীতে ভাসা শবদেহ, আর তার ওপরে নীরব প্রশাসন— এটাই এখন “নিউ বাংলাদেশ”? না, এ হচ্ছে অন্ধকারে তলিয়ে যাওয়া বাংলাদেশ, যেখানে সংখ্যালঘু মানেই টার্গেট, আর ন্যায়বিচার মানেই কল্পকাহিনি।

