৪৮০০ টাকা দিয়েও গ্যাস সিলিন্ডার জোটে না। এই হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষের আজকের বাস্তবতা। রান্নাঘরে চুলা জ্বালাতে হিমশিম খাচ্ছে লাখো পরিবার, আর ক্ষমতার মসনদে বসে থাকা যারা, তাদের কাছে এসব যেন কোনো সমস্যাই নয়। ২০২৪ সালের জুলাই মাসে রক্তাক্ত দাঙ্গা আর অস্থিরতার মধ্য দিয়ে যে অবৈধ ক্ষমতা দখল হয়েছিল, সেই ক্ষমতার জোরে আজ দেশের মানুষকে চরম ভোগান্তির মুখে ঠেলে দেওয়া হয়েছে।
নির্বাচিত সরকারকে উৎখাত করে যে অ-সরকার ক্ষমতায় বসেছে, তাদের তথাকথিত সংস্কারের নামে দেশটা আজ কোথায় এসে দাঁড়িয়েছে সেটা দেখার মতো। সুদী মহাজন হিসেবে পরিচিত মুহাম্মদ ইউনুস এবং তার দোসররা বিদেশি অর্থায়ন, ইসলামিক জঙ্গি সংগঠনের সহায়তা এবং সামরিক বাহিনীর সমর্থন নিয়ে যে ক্যু ঘটিয়েছিল, সেই ক্যুয়ের ফলাফল এখন প্রতিটি সাধারণ পরিবারের রান্নাঘরে গিয়ে ঠেকেছে। গ্যাসের দাম বাড়িয়ে, জিনিসপত্রের দাম আকাশে তুলে, আর সাধারণ মানুষকে দিশেহারা করে রেখে এরা নিজেদের ক্ষমতা পোক্ত করার খেলায় মত্ত।
এই অবৈধ সরকারের কাছে সংস্কার মানে দেশের সাধারণ মানুষের জীবনযাত্রাকে অসহনীয় করে তোলা। গ্যাস সিলিন্ডারের দাম কেন এত বাড়ল, সেই হিসাব কেউ দেয় না। বাজারে কেন সিলিন্ডার পাওয়া যাচ্ছে না, সেই ব্যাখ্যাও কারও কাছে নেই। আছে শুধু মানুষের দুর্ভোগ, আর সেই দুর্ভোগকে পুঁজি করে কিছু মধ্যস্বত্বভোগীর পকেট ভারী করার সুযোগ। যে সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়নি, যে সরকারের কোনো জনসমর্থন নেই, সে সরকার কীভাবে মানুষের কল্যাণ করবে সেটাই প্রশ্ন।
জুলাই মাসের দাঙ্গার সময় রাস্তায় রক্ত ঝরেছিল, তরুণদের জীবন গেছে, দেশের সম্পদ ধ্বংস হয়েছে। আর সেই বিশৃঙ্খলার সুযোগে ক্ষমতা দখল করে এখন যারা বসে আছেন, তারা দেশকে কোন পথে নিয়ে যাচ্ছেন সেটা স্পষ্ট। বিদেশি প্রভুদের ইশারায়, জঙ্গি সংগঠনের মদদে, আর সামরিক বাহিনীর ছায়ায় এই অবৈধ ক্ষমতা টিকে আছে। কিন্তু সাধারণ মানুষের রান্নাঘরে চুলা জ্বলছে না, পেটে ভাত পড়ছে না, আর সংসার চালাতে গিয়ে মানুষ হাঁপিয়ে উঠছে।
ইউনুস এবং তার দলবল ক্ষমতায় এসে যে সংস্কারের কথা বলছিলেন, সেই সংস্কার আসলে সাধারণ মানুষের জীবনে বিপর্যয় ছাড়া আর কিছু এনে দেয়নি। গ্যাসের দাম বাড়ানো, বিদ্যুতের দাম বাড়ানো, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ানো এসবই তাদের সংস্কারের নমুনা। মানুষ যত কষ্ট পাবে, এদের পেটের ভাত তত ভালো হজম হয়। এটাই বাস্তবতা।
যে দেশে মানুষ রান্নার গ্যাস কিনতে পারে না, যে দেশে সাধারণ পরিবারগুলো নিত্যপ্রয়োজনীয় জিনিসের জন্য হাহাকার করছে, সেই দেশে অবৈধভাবে ক্ষমতা দখল করে বসে থাকা মানুষগুলো কীভাবে নিজেদের বৈধ দাবি করে সেটা বোঝা মুশকিল। এই অথর্ব সরকার আর তার দোসররা যতদিন ক্ষমতায় থাকবে, ততদিন দেশের মানুষের দুর্ভোগ বাড়তেই থাকবে। এটা নিশ্চিত।

