Wednesday, October 29, 2025

অবৈধ জামাতি ইউনুস সরকারের ছত্রছায়ায় প্রতিদিন লাশ পড়ছে, ন্যায়বিচার নয়—শুধু আতঙ্ক

রাজনৈতিক অস্থিরতার অন্ধকারে আরেক তরুণ প্রাণ হারাল— লক্ষ্মীপুর জেলার রায়পুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ মানিক মিয়ার মেজো ছেলে আরিফ হোসেনের লাশ পাওয়া গেছে নিজ বাড়ির পাশেই।

রাতের অন্ধকারে ঘটে এই হত্যাকাণ্ড। পুলিশ এখন তদন্তে নেমেছে, কিন্তু দেশের মানুষ জানে—এই তদন্তের শেষ নেই, কারণ রাষ্ট্রটাই এখন অপরাধীদের হাতে বন্দি!

২০২৫ সালের প্রথম ছয় মাসেই, অবৈধ জামাতি ইউনুস সরকারের অধীনে ১ হাজার ৯৩০টি হত্যাকাণ্ড, প্রতিদিন গড়ে ১১টি লাশ, আর ধর্ষণ ও যৌন নির্যাতনের সংখ্যা ছুঁয়েছে ৪ হাজার ২০০-এরও বেশি!

এই পরিসংখ্যান শুধু সংখ্যা নয়—এ এক ভয়াবহ বাস্তবতা। দেশ এখন পরিণত হয়েছে এক রক্তাক্ত গণকবরে, যেখানে আইন নামের শব্দটি শুধু বক্তৃতায় টিকে আছে, বাস্তবে নয়! মানুষ আজ ঘরে ফিরতে ভয় পায়, সন্তান স্কুলে পাঠাতে ভয় পায়, কারণ এই সরকারের আমলে জীবনের কোনো গ্যারান্টি নেই।

এই রক্ত, এই লাশ, এই আতঙ্কের দায় কে নেবে? যে সরকার জনগণের ভোটে আসেনি, সে সরকার জনগণের নিরাপত্তা দেবে কীভাবে? ন্যায়বিচারের আগুন একদিন জ্বলে উঠবেই, এই মাটিতেই!

রাজনৈতিক অস্থিরতার অন্ধকারে আরেক তরুণ প্রাণ হারাল— লক্ষ্মীপুর জেলার রায়পুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ মানিক মিয়ার মেজো ছেলে আরিফ হোসেনের লাশ পাওয়া গেছে নিজ বাড়ির পাশেই।

রাতের অন্ধকারে ঘটে এই হত্যাকাণ্ড। পুলিশ এখন তদন্তে নেমেছে, কিন্তু দেশের মানুষ জানে—এই তদন্তের শেষ নেই, কারণ রাষ্ট্রটাই এখন অপরাধীদের হাতে বন্দি!

২০২৫ সালের প্রথম ছয় মাসেই, অবৈধ জামাতি ইউনুস সরকারের অধীনে ১ হাজার ৯৩০টি হত্যাকাণ্ড, প্রতিদিন গড়ে ১১টি লাশ, আর ধর্ষণ ও যৌন নির্যাতনের সংখ্যা ছুঁয়েছে ৪ হাজার ২০০-এরও বেশি!

এই পরিসংখ্যান শুধু সংখ্যা নয়—এ এক ভয়াবহ বাস্তবতা। দেশ এখন পরিণত হয়েছে এক রক্তাক্ত গণকবরে, যেখানে আইন নামের শব্দটি শুধু বক্তৃতায় টিকে আছে, বাস্তবে নয়! মানুষ আজ ঘরে ফিরতে ভয় পায়, সন্তান স্কুলে পাঠাতে ভয় পায়, কারণ এই সরকারের আমলে জীবনের কোনো গ্যারান্টি নেই।

এই রক্ত, এই লাশ, এই আতঙ্কের দায় কে নেবে? যে সরকার জনগণের ভোটে আসেনি, সে সরকার জনগণের নিরাপত্তা দেবে কীভাবে? ন্যায়বিচারের আগুন একদিন জ্বলে উঠবেই, এই মাটিতেই!

আরো পড়ুন

সর্বশেষ