রোম যখন পুড়ছিল, তখন নাকি সম্রাট নিরো বাঁশি বাজাচ্ছিলেন। আর বাংলাদেশের হাজারো উদ্যোক্তার সব্প্ন যখন পুড়ছিল, তখন তাদের ট্যাক্সের টাকায় বিদেশ সফর করছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আবদুর রহমান খান।
সম্প্রতি হজরত শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুনে নিঃস্ব হয়েছেন হাজারো উদ্যোক্তা। আমদানি শুল্ককর পরিশোধ করে তারা পণ্য আমদানি করলেও অগ্নিকান্ডের কারণে সেই পণ্য তারা হাতে পাননি। তবে সরকার ঠিকই শুল্ক পেয়ে গিয়েছে।
নিজেদের ক্ষতি কিছুটা কমাতে শুল্কের টাকা ফেরত চাইছেন ক্ষতিগ্রস্ত উদ্যোক্তারা। এ কারণে তারা এনবি আরের দরজায় দরজায় ঘুরছেন। কিন্তু রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বিদেশে থাকার কারণে এ বিষয়ে সিদ্ধান্ত দিতে পারছেনা কর্তৃপক্ষ।
মি. খান গত ১৩ অক্টোবর বিশ্বব্যাংক ও আইএমএফ এর বৈঠকে যোগ দিতে ওয়াশিংটনে যান। সফরের মাঝেই ঘটে আগুনের ঘটনা। কিন্তু তিনি সফর সংক্ষেপ না করে পুর্বনির্ধারিত ব্যক্তিগত সফরে কানাডা গিয়ে পরিবারের সাথে সময় কাটাচ্ছেন। আর এদিকে হাহাকার করছেন উদ্যোক্তারা।
অবৈধ সরকারের প্রধান ইউনুস বলেছিল চাকরি না খুজে উদ্যোক্তা হোন। যেটা বলেননি সেটা হচ্ছে, তাহলে আপনাদের টাকায় আমরা একটু বেশি বিদেশ সফর করতে পারবো।
এনবিআর চেয়ারম্যান অবশ্য বলতে পারেন যে তিনি তো প্রধান উপদেষ্টাকেই অনুসরন করছেন। কারণ প্রধান উপদেষ্টার মতো বিদেশ সফরপ্রীতি আর কারো অছে কি না সন্দেহ আছে।

