নিজস্ব প্রতিবেদক
রাজধানীর পুরান ঢাকার এনসিপি কার্যালয়ে শুক্রবার দুপুরে চাঁদাবাজির ভাগবাটোয়ারা নিয়ে দলীয় নেতা–কর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। ঘটনার সময় অফিসকক্ষের আসবাবপত্র ভাঙচুর হয় এবং একাধিক ব্যক্তি সামান্য আহত হন। স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সূত্র জানায়, দীর্ঘদিন ধরে কার্যালয় এলাকায় অবৈধ আদায় ও চাঁদা বণ্টন নিয়ে দলীয় দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছিল। সম্প্রতি অর্থ বণ্টন নিয়ে তর্ক-বিতর্কের জের ধরেই সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই পক্ষের কর্মীরা। এতে নাহিদ, সারজিস ও হাসানাত নামে তিনজন প্রভাবশালী সদস্যের মধ্যে মুখোমুখি উত্তেজনা দেখা দেয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বাকবিতণ্ডা ধাক্কাধাক্কিতে রূপ নিলে অফিসকক্ষের দরজা-জানালাসহ আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, রাজনৈতিক সংগঠনের কার্যালয় জনগণের সেবা ও সংগঠন পরিচালনার স্থান, সেখানে আর্থিক স্বার্থে সংঘর্ষ দুঃখজনক। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করেছেন।
এনসিপির কেন্দ্রীয় এক নেতা বলেন, “দলীয় শৃঙ্খলা ভঙ্গের ঘটনা আমরা গুরুত্বসহকারে নিচ্ছি। তদন্ত কমিটি গঠন করা হচ্ছে, দোষীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এ ধরনের সংঘর্ষ শুধু দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করে না, বরং সাধারণ মানুষের আস্থা নষ্ট করে। তারা বলেন, রাজনৈতিক সংগঠনের মধ্যে স্বচ্ছতা ও দায়বদ্ধতা প্রতিষ্ঠা করা না গেলে এ ধরনের সংঘর্ষ বারবার ঘটবে। বর্তমানে পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।

