বাংলাদেশে বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। প্রতিদিনের সংবাদে চোখ রাখলেই দেখা যায় হত্যা, চুরি, সন্ত্রাস কিংবা সরকারি কর্মকর্তাদের ওপর হামলার খবর যেন এখন নিয়মিত বিষয়। সাধারণ নাগরিকের নিরাপত্তা আজ প্রশ্নের মুখে, আর প্রশাসনের ভেতরে তৈরি হয়েছে ভীতি, হতাশা ও অনিশ্চয়তার এক অচলাবস্থা।
এই পরিস্থিতির অন্যতম কারণ হলো রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থায় নেতৃত্বের শূন্যতা। দেশের পুলিশ বাহিনী বর্তমানে এমন এক নেতৃত্ব সংকটে পড়েছে, যা এর আগে দেখা যায়নি। সর্বোচ্চ দায়িত্বে রয়েছেন এমন একজন আইজিপি যিনি অনেক আগে অবসর নিয়েছেন। রাজধানীর মেট্রোপলিটন পুলিশ কমিশনারও অবসরোত্তর সময়ে দায়িত্ব পালন করছেন। ফলে সিদ্ধান্ত গ্রহণের গতি যেমন কমে গেছে, তেমনি নেতৃত্বে অনুপ্রেরণা, জবাবদিহিতা ও কার্যকর তদারকির অভাব প্রকটভাবে ধরা পড়ছে।
একই সঙ্গে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের মধ্যে দেখা দিয়েছে মনোবলহীনতা। সাম্প্রতিক মাসগুলোতে পুলিশের বেশ কিছু সদস্য হত্যার শিকার হয়েছেন, কিন্তু তার বিচার হয়নি বা তদন্তে অগ্রগতি দেখা যায়নি। এর ফলে এসআই থেকে কনস্টেবল পর্যন্ত অনেকেই এখন অপরাধীদের মোকাবিলায় আগ্রহ হারিয়ে ফেলছেন। তারা মনে করেন, যেকোনো বিপদের সময় তাদের পাশে দাঁড়ানোর কেউ নেই। এই হতাশা পুলিশের সামগ্রিক দক্ষতা ও কার্যকারিতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।
গোয়েন্দা সংস্থাগুলোর অবস্থাও কম শোচনীয় নয়। কিছু কর্মকর্তার বিরুদ্ধে গুম বা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে তাদের প্রকাশ্যে হেনস্তা করা হয়েছে, এমনকি কেউ কেউ গ্রেফতারও হয়েছেন। এর ফলে গোয়েন্দা কাঠামোর ভেতরে চরম ভীতিকর নীরবতা তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে যে শৃঙ্খলা, আস্থা ও গোপনীয়তার ওপর ভিত্তি করে এই সংস্থাগুলো কাজ করত, তা এখন ভাঙনের মুখে। চেইন অব কমান্ড ভেঙে পড়লে গোয়েন্দা তৎপরতা অকার্যকর হয়ে পড়ে, আর রাষ্ট্র হারায় তার প্রতিরোধক্ষমতা।
আইনশৃঙ্খলা বাহিনীর শক্তি শুধু অস্ত্র বা সংখ্যা নয় এর প্রকৃত ভিত্তি হলো মনোবল, শৃঙ্খলা এবং নেতৃত্বের প্রতি আস্থা। মাঠপর্যায়ের কর্মকর্তারা যদি নিশ্চিত না হন যে তাদের ঊর্ধ্বতনরা ন্যায়সঙ্গত সিদ্ধান্ত নেবেন, বা নেওয়া সিদ্ধান্ত রাজনৈতিক প্রভাবে প্রভাবিত নয় তাহলে সেই বাহিনী আর কার্যকর থাকতে পারে না। ফলাফল হয় একটিই, আইনশৃঙ্খলা ভেঙে পড়ে, অপরাধ বাড়ে, আর নাগরিক নিরাপত্তা বিলীন হয়ে যায়।
রাষ্ট্রের প্রতি জনগণের আস্থা হারিয়ে গেলে সেটি শুধু প্রশাসনিক ব্যর্থতা নয়, এটি জাতীয় স্থিতিশীলতারও সংকেত। তাই এখন সময় এসেছে, অবসরপ্রাপ্ত নয় দক্ষ, যোগ্য ও নিরপেক্ষ নেতৃত্বকে দায়িত্ব দেওয়ার। প্রয়োজন বাহিনীর ভেতরে আস্থা পুনর্গঠন, বিচার নিশ্চিত করা এবং যাদের দায়িত্ব আইন রক্ষা করা তাদের পেশাগত মর্যাদা ফিরিয়ে দেওয়া।
বাংলাদেশের ইতিহাস সাক্ষী, যখনই চেইন অব কমান্ড দুর্বল হয়েছে, তখনই আইনশৃঙ্খলার পতন ঘটেছে। তাই আজ সবচেয়ে জরুরি হলো এই নেতৃত্বহীনতার অবসান ঘটিয়ে একটি পেশাদার, জবাবদিহিমূলক ও সম্মানজনক প্রশাসনিক কাঠামো পুনর্গঠন করা।
কারণ, আইনশৃঙ্খলার পতন কেবল অপরাধ বাড়ায় না এটি রাষ্ট্রের মনোবলও হত্যা করে।

