আইপিএল থেকে বাদ পড়ল ক্রিকেটের আনন্দ বন্ধ। মানুষ হাসতে পারছে না, আর আমরা কি করব? বসে থাকবে, চোখ বন্ধ করে? না! এটা শুধু আনন্দের শেষ নয়, এটা ইঙ্গিত। আমাদের দেশ আরও বড় বিপদের দিকে এগোচ্ছে।
গার্মেন্টস ভেঙে পড়ছে মজুরি বন্ধ, শ্রমিক ছাঁটাই, রপ্তানি কমছে। মৎস্য শিল্প, হাঁস-মুরগি খামার, গরুর খামার সবই নিঃশেষ। কৃষি অক্ষম, উৎপাদন বন্ধ। বিদেশে শ্রমিক পাঠানো বন্ধ, বৈদেশিক মুদ্রার প্রবাহ শূন্যে। অর্থনীতি ধ্বংসপ্রায়। আমরা কোথায় যাবো? কোথাও না। কোনো পথে চলার শক্তি নেই।
বিশ্ব আসবে আমাদের কাছে? না, আসবে আমাদের উলঙ্গতা দেখতে, আমাদের শূন্যতা গণনা করতে। হাতে নেই উৎপাদন, নেই শিল্প, নেই শ্রম। হাতে আছে কেবল ফাঁপা অহঙ্কার, আত্মপ্রশংসা আর ব্যর্থ অহং। আমাদের দেশ আজ এক ধ্বংসপ্রাপ্ত খামার শুধু আড্ডা, বক্তব্য, স্বপ্নের ধ্বংসাবশেষ।
কিন্তু কি আমরা চুপচাপ বসে থাকব? না! এখনই জাগার সময়। ক্ষয়ক্ষতি থামাতে হবে। উৎপাদন ফিরিয়ে আনতে হবে। শিল্প ও কৃষি গড়ে তুলতে হবে। আমাদের আনন্দ, খেলাধুলা, আত্মবিশ্বাস সবই সংরক্ষিত হবে শুধু তখনই।
সাহস না থাকলে আমরা চিরকালই উলঙ্গ জাতি হিসেবে ইতিহাসে নাম লিখব।

