Thursday, January 15, 2026

উচ্চমাধ্যমিক পাসে লেখক বনে গেছেন তুষার, বাৎসরিক আয় সাড়ে ৩ লাখ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় উঠে এসেছে এক চমকপ্রদ তথ্য। নরসিংদী-২ (পলাশ) আসন থেকে নির্বাচনে অংশ নিতে যাওয়া জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মো. গোলাম সারোয়ার তুষার নিজেকে ‘লেখক’ হিসেবে পরিচয় দিয়েছেন। তবে তার নিজের কোনো প্রকাশিত বই না থাকলেও পেশাগত আয় হিসেবে বাৎসরিক ৩ লাখ ৪০ হাজার টাকা দেখিয়েছেন তিনি।

হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী, সারোয়ার তুষারের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পাস। যদিও সংশোধিত আরপিও (গণপ্রতিনিধিত্ব আদেশ) অনুযায়ী, সংসদ সদস্য পদে প্রার্থী হওয়ার জন্য ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি থাকা আবশ্যক। কিন্তু তুষার এইচএসসি পাস হওয়া সত্ত্বেও তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করায় স্থানীয় রাজনৈতিক মহলে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

পেশায় নিজেকে লেখক হিসেবে উল্লেখ করে তুষার বছরে ৩ লাখ ৪০ হাজার টাকা আয় করেন বলে জানিয়েছেন। তার হাতে নগদ ৩ লাখ টাকা রয়েছে এবং আয়কর রিটার্নে তার মোট সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ২ লাখ ২০ হাজার টাকা।

কৌতূহলোদ্দীপক বিষয় হলো, নিজেকে পেশাদার লেখক হিসেবে পরিচয় দিলেও তার কোনো বই বাজারে আছে কি না, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া হলফনামার নির্দিষ্ট কলামে তার নামে কোনো স্থাবর বা অস্থাবর সম্পদের পরিমাণ উল্লেখ করা হয়নি।

বৃহস্পতিবার নরসিংদী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আনোয়ার হোসাইন মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সারোয়ার তুষারের মনোনয়ন বৈধ ঘোষণা করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় উঠে এসেছে এক চমকপ্রদ তথ্য। নরসিংদী-২ (পলাশ) আসন থেকে নির্বাচনে অংশ নিতে যাওয়া জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মো. গোলাম সারোয়ার তুষার নিজেকে ‘লেখক’ হিসেবে পরিচয় দিয়েছেন। তবে তার নিজের কোনো প্রকাশিত বই না থাকলেও পেশাগত আয় হিসেবে বাৎসরিক ৩ লাখ ৪০ হাজার টাকা দেখিয়েছেন তিনি।

হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী, সারোয়ার তুষারের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পাস। যদিও সংশোধিত আরপিও (গণপ্রতিনিধিত্ব আদেশ) অনুযায়ী, সংসদ সদস্য পদে প্রার্থী হওয়ার জন্য ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি থাকা আবশ্যক। কিন্তু তুষার এইচএসসি পাস হওয়া সত্ত্বেও তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করায় স্থানীয় রাজনৈতিক মহলে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

পেশায় নিজেকে লেখক হিসেবে উল্লেখ করে তুষার বছরে ৩ লাখ ৪০ হাজার টাকা আয় করেন বলে জানিয়েছেন। তার হাতে নগদ ৩ লাখ টাকা রয়েছে এবং আয়কর রিটার্নে তার মোট সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ২ লাখ ২০ হাজার টাকা।

কৌতূহলোদ্দীপক বিষয় হলো, নিজেকে পেশাদার লেখক হিসেবে পরিচয় দিলেও তার কোনো বই বাজারে আছে কি না, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া হলফনামার নির্দিষ্ট কলামে তার নামে কোনো স্থাবর বা অস্থাবর সম্পদের পরিমাণ উল্লেখ করা হয়নি।

বৃহস্পতিবার নরসিংদী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আনোয়ার হোসাইন মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সারোয়ার তুষারের মনোনয়ন বৈধ ঘোষণা করেন।

আরো পড়ুন

সর্বশেষ