মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দরগ্রাম এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ের গেটের ভেতরে আগুন দেয় দুর্বৃত্তরা। ব্যাংকের কোনো কাগজপত্র বা আসবাবপত্রের ক্ষতি হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
স্থানীয় ও ব্যাংক সূত্রে জানা যায়, রবিবার (৯ নভেম্বর) রাত তিনটার দিকে হঠাৎ ব্যাংকের সামনে আগুন দেখা যায়। আশপাশের লোকজনের চিৎকারে ব্যাংকের নাইটগার্ড, পিয়ন ও স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আগুন নেভান। এতে ব্যাংকের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
এ ঘটনায় মানিকগঞ্জের পুলিশ সুপার ইয়াসমিন খাতুন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। যারা জড়িত, তাদের আইনের আওতায় আনা হবে।
ঘটনার সত্যতা স্বীকার করে গ্রামীণ ব্যাংকের দরগ্রাম শাখার ব্যবস্থাপক মনিরুজ্জামান বলেন, ঘটনার পরপরই আমরা থানায় লিখিত অভিযোগ দিয়েছি।
এ বিষয়ে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুনের বক্তব্য নিতে গেলে সাংবাদিকদের তার কার্যালয়ে অপেক্ষা করতে বলে তিনি সটকে পড়েন। দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা সত্ত্বেও তিনি উপস্থিত না হওয়ায় তার কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

